
দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার দোয়া মাহফিল করেছে রুপগঞ্জ উপজেলা যুবদল।
শুক্রবার দুপুর ২টায় রুপগঞ্জ সদর ইউনিয়নের এমদাদুল উলুম দাখিল মাদ্রাসায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় রুপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোঃ মাসুম বলেন, দেশনেত্রী বেগম খালেদাজিয়া আজ ভীষণ অসুস্থ আমরা অনেক দিন যাবত সরকার বলে আসছি উনার সুস্থতার জন্য বিদেশে নিয়ে সুচিকিৎসার প্রয়োজন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার বর্শবর্তী হয়ে সরকার উনাকে বিদেশে গিয়ে চিকিৎসার অনুমতি দিচ্ছেন না। অথচ দেখেন সরকারের মন্ত্রী এমপিরা সহ ফাসির আসামী যাবজ্জীবন কারাদণ্ডের আসামীরা বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ পাচ্ছে। আমরা আবারও বলছি আমাদের মা গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়া কে সুচিকিৎসার সুযোগ দিন নতুবা দেশের জনগণ খেপে উঠলে রেহায় পাবেন না।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রুপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোঃ মাসুম, রুপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার, যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী, রুপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, যুবদল নেতা সেলিম মোল্লা, মেহেদী হাসান রিপন, আল আমীন, মাইনুল ইসলাম, সাদিকুর রহমান, মনজুর হোসেন, আমির হামজা সাজোয়ার, মোদাচ্ছের মোল্লা, সুমন বেপারি, মো সোহেল, আবদুর রাজ্জাক, মুরাদ হাসান শিপন, হাবিজুল ইসলাম, শাহেদুল ইসলাম, সফিকুল ইসলাম, মানিক মিয়া, আজিজুল হাকিম, সোহেল নূর, রুবেল হোসেন, জাহিদ রনি, নুরুজ্জামান, দেলোয়ার হোসেন ঝন্টু, রাজু আহমেদ, হান্নান সরকার প্রমুখ।