বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

|

আশ্বিন ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যুবদলের মিছিলেই সমাবেশস্থল ভরে উঠবে :রনি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২৩

যুবদলের মিছিলেই সমাবেশস্থল ভরে উঠবে :রনি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিএনপির জনসভায় ব্যাপক জনসমাবেশ ঘটানোর প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সমাবেশের প্রস্তুতির ব্যাপারে একথা বলেন তিনি।

রনি জানান, সমাবেশ সফল করতে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহন করেছি। যুবদলের মিছিলেই সমাবেশস্থল ভরে উঠবে। 

তিনি আরও বলেন, বিশাল জমায়েত করে আমরা জানান দিতে চাই যে নারায়ণগঞ্জ বিএনপির ঘাঁটি ছিল এবং থাকবে। আগামীকাল সকল রেকর্ড ভেঙে বিএনপি নেতাকর্মীরা জনসাধারণকে সাথে নিয়ে সমাবেশ সফল করবে।

উল্লেখ্য, আগামীকাল নারায়ণগঞ্জের সাইনবোর্ডে পাসপোর্ট অফিসের সামনে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।