
বিএনপির জনসভা
নারায়ণগঞ্জে বিএনপির জনসভাকে কেন্দ্র করে ফতুল্লায় নেতাকর্মীদের ঢল নেমেছে। দুপুরের পরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকালেই সমাবেশস্থল পূর্ণ হয়ে গেছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা সকাল সকাল সমাবেশস্থলে অবস্থান নেন। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরাও আগেভাগেই সমাবেশস্থলে এসে উপস্থিত হন। এতে নির্ধারিত সময়ের অনেক আগেই ভরে যায় সমাবেশের জায়গা।
জেলা বিএনপি নেতা রুহুল আমিন শিকদার ও নেতাকর্মীরা জানান, ঢাকায় মঞ্চ ভেঙে দেয়ার মত ঘটনা এড়াতে রাত থেকেই সমাবেশস্থল পাহাড়ায় ছিলেন তারা। যেকোন মূল্যে সমাবেশে সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করে কর্মসূচি সফল করবেন তারা।
এদিকে বিকেল তিনটা থেকে সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে বলে জানান বিএনপি নেতারা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান।