মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কে হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫৪, ২৩ ডিসেম্বর ২০২৫

কে হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে প্রার্থী হচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মনির হোসাইন কাসেমী। জোটের ভাগে চলে যাওয়ায় এ আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র প্রাথী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ধারণা করা হচ্ছে এ আসন থেকে মোহাম্মদ আলী কিংবা শাহ্ আলম স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। এছাড়াও নির্বাচনের প্রস্ততি নিচ্ছেন আসনটির সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন আসনটির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী এবং ২০০৮ সালের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহ আলম। দুজনেই বিএনপির মনোনয়ন চেয়েছেন। তবে দল যদি আসনটি জোট শরীককে ছেড়ে দেয়, সে ক্ষেত্রে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন তাদের সমর্থকেরা। ইতোমধ্যে দুজনেই নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন ‘কিং মেকার’ খ্যাত সাবেক এমপি মোহাম্মদ আলী। তিনি ১৯৯৬ সালে বিএনপির মনোনয়নে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে বিএনপির ডোনার হিসেবে পরিচিত এই বর্ষীয়ান রাজনীতিবিদ সাম্প্রতিক সময়ে প্রকাশ্যেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে শাহ আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ২০০৮ সালে এই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। চলতি নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি আবারও আলোচনায় এসেছেন। নিয়মিতভাবে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন।

এছাড়াও ফতুল্লায় মাঠে সক্রিয় আছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। নিয়মিত ফতুল্লার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন গিয়াসউদ্দিন। নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে গিয়াসউদ্দিনের ওপরেও নেতাকর্মীদের চাপ রয়েছে।