মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লা থেকে ৫০ হাজার লোক ২৪ ও ২৫ তারিখ ঢাকা যাবে: রুহুল আমিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২২, ২৩ ডিসেম্বর ২০২৫

ফতুল্লা থেকে ৫০ হাজার লোক ২৪ ও ২৫ তারিখ ঢাকা যাবে: রুহুল আমিন 

ফাইল ছবি

ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে। সমাবেশে প্রায় ৫০ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা।  

ইতিমধ্যে সমাবেশ সফল করতে ফতুল্লায় দফায় দফায় কর্মী সভা করেছেন ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফতুল্লাজুড়ে গণসংযোগও করেছে বিএনপি। গণসংবর্ধনায় বিএনপি নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি থাকবে বলে জানান বিএনপি নেতারা। 

ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার জানান, তারেক রহমানের গণসংবর্ধনা উপলক্ষে আমাদের ব্যাপক প্রস্তুতি চলছে। আমাদের প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকা যাবে। সমাবেশের আগের দিন রাত থেকেই আমাদের লোকজন ঢাকায় অবস্থান নেয়া শুরু করবে।