মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী কাসেমী 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৫, ২৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৫৫, ২৩ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী কাসেমী 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সাথে আসন সমঝোতায় জোটের প্রার্থী হয়েছেন মুফতি মনির হোসাইন কাসেমী। খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচনে লড়বেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

নারায়ণগঞ্জ-৪ আসনে সমঝোতার ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী প্রার্থী হচ্ছেন। 

এ আসনে জমিয়তের সাথে সমঝোতা করেছে বিএনপি। ফলে এখানে আর দল থেকে কোন প্রার্থী দেয়া হবে না বলেও জানান বিএনপি মহাসচিব। অন্যদিকে সমঝোতা হওয়া চারটি আসন ছাড়া বিএনপির আসনগুলোতেও জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী দেবেনা বলে জানা৷ দলটির সভাপতি।