
শহর (মহানগর) যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহাম্মদ রেজা উজ্জল
নারায়ণগঞ্জ শহর (মহানগর) যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহাম্মদ রেজা উজ্জল বলেছেন, বাংলাদেশকে ২০২৬ সাল থেকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রার প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। এ জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথ মসৃণ করার উপায় খুঁজে বের করতে কমিটি কাজ শুরু করেছে। আমরা জানি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রায় কোনো জটিলতা হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকারের যুগে ফিরে নিয়ে যাবে। আমাদের বিশ্বাস, জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না। বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ অন্ধকারে থাকে। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের ওপর আমার বিশ্বাস ও আস্থা রয়েছে। তারা এখনও বিশ্বাস করে আওয়ামী লীগই পারে তাদের ভাগ্যের পরিবর্তন করতে এবং দেশের উন্নয়নকে টেকসই করতে। জনগণ আমার শক্তি।
তিনি আরো বলেন, ইতোমধ্যে সরকার ভূমি ও গৃহহীনদের বিনা মূল্যে বাড়ি দিয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। আড়াই কোটি শিক্ষার্থীকে উপবৃত্তি দিচ্ছে, যাতে দেশবাসী কষ্ট না পায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কেউ গৃহহীন ও অতি দরিদ্র থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তার শুভ জন্মদিন। তার জন্য আমরা সবাই মন খুলে দোয়া করি, তিনি যেন সারাজীবন বাংলাদেশের মানুষের কল্যাণ কাজ করে যেতে পারে।
বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ দেওভোগ শেখ রাসেল পার্কে শহর (মহানগর) যুবলীগের আয়োজনে শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, শহর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা রুবেল ইসলাম ও নাসিক কাউন্সিলর মিজানুর রহমান রিপন সহ নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে শিশুদের দিয়ে কেক কাটা হয়, ওই সময় উপস্থিত শতাধিক পথশিশু ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কেক বিতরণ করেন আলী আহাম্মদ রেজা উজ্জল।