রোববার, ১০ ডিসেম্বর ২০২৩

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শামীম ওসমানকে ফোনে হুমকি, তোর মৃত্যুর সময় চলে এসেছে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪১, ২০ নভেম্বর ২০২৩

শামীম ওসমানকে ফোনে হুমকি, তোর মৃত্যুর সময় চলে এসেছে

একেএম শামীম ওসমান

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে মুঠোফোনে অচেনা নাম্বার তেকে ফোন দিয়ে হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজে। 

সোমবার (২০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় এক শান্তি সমাবেশে অংশ নিয়ে একথা জানান তিনি।

এসময় নিজের বক্তব্য রাখতে গিয়ে শামীম ওসমান বলেন, গতকাল রাতে আননোন (অপরিচিত) নাম্বার থেকে আমাকে ফোন দেয়া হয়েছে। আমি ধরার পর আমাকে বলে, তোর মৃত্যুর সময় চলে এসেছে। 

পরে আরো বক্তব্যে নানা কথা বলেন তিনি। বক্তব্য শেষে বিশাল শান্তি সমাবেশ থেকে শান্তি মিছিল নিয়ে বের হন তিনি।