
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও তফসিল বাতিলের দাবীতে চলমান আন্দোলনে বিএনপির নিষ্ক্রিয়তার পর এবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন কর্মসূচিতেও ব্যর্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি।
বিএনপির কারাবন্দী ও নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের সদস্যরা মানববন্ধনে উপস্থিত হলেও মাঠে দেখা যায়নি জেলা ও মহানগর বিএনপির কোন নেতাকে।
রোববার (১০ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা কোর্ট প্রাঙ্গনে মানববন্ধনের আয়োজন করে বিএনপি নেতাকর্মীদের স্বজনরা।
এসময় মানববন্ধন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আওয়ামী পন্থী আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি থামিয়ে দেয়। পরে তাদের আদালত চত্বর থেকে বের করে দেয়া হয়। তবে এসময় আশেপাশে মূল দল কিংবা বিএনপির কোন আইনজীবী নেতাদের দেখা যায়নি।
এদিকে বিগত এক মাসে বিএনপির চলমান অবরোধে সাফল্য দেখাতে পারেনি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাই আত্মগোপনে আছেন। মামলা ও গ্রেফতার আতংকে রাজপথে নামতে দেখা যায়নি প্রথম সারির কোন নেতাকে। অবরোধের পুরো সময় ঝটিকা মিছিল ও রাতে মশাল মিছিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল কর্মসূচি।