
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকানে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নির্দেশে নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে নেতারা নানা শ্লোগান দেন। এসময় জেলা যুবদল ও বিভিন্ন ইউনিট যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।