ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে একটি ধারালো চাপাতি, একটি লোহার ধারালো ছুরি, দুইটি কালো রংয়ের ধারালো সুইচ গিয়ার উদ্ধার করে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইল রসুলবাগ এলাকার মোঃ শামীমের ছেলে মোঃ আপন (২৪), পটুয়াখালী জেলার বাউফল থানার মোঃ শাহ্ আলমের ছেলে মোঃ আজিজুল হক (২৮), লক্ষীপুর জেলার সদর থানার মোঃ আবুল কালামের ছেলে মোঃ মানিক ইসলাম (২২), মাগুরা জেলার সদর থানার মোঃ শরীফ ইসলামের ছেলে আলী হোসেন বিজয় (২০)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

