ফাইল ছবি
বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সারাদেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দাদের নিরাপত্তায় উপজেলা প্রশাসন, বণিক সমিতি সাংবাদিক,ছাত্র আন্দোলনে অংশ নেয়াদের প্রতিনিধি, হিন্দু খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা করেছেন।
এ সময় যার যার গ্রাম ও মহল্লায় শান্তি বজায় রাখতে কমিটিগঠনসহ নাগরিক নিরাপত্তায় আশ্বস্ত করেন উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ।
৮ আগষ্ট বৃহস্পতিবার দিনভর একাধিক স্থানে এসব মতবিনিময় করেন তারা। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নেতৃত্বে স্থানীয় সাংবাদিক ও ছাত্রদের প্রতিনিধিদের সাথে রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়নের আইন শৃঙ্খলা বিষয়ে তথ্য ও পরামর্শ গ্রহণ বিষয়ক মতবিনিময় করেন।
পরে গাউছিয়া মার্কেট মালিক সমিতির এক সভায় স্থানীয় ব্যবসায়ী ও মার্কেট মালিকদের নিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে মতবিনিময় করেন। একই দিন বিকালে গোলাকান্দাইলের দীপু ভুঁইয়ার নিজ বাসভবনে উপজেলার ৮ টি রাজনৈতিক ইউনিয়ন ও ২ টি পৌরসভার হিন্দা খৃষ্টান ঐক্য পরিষদের সংখ্যা লঘুদের মন্দির ও বাসিন্দাদের নিরাপত্তার খোঁজ খবর নেন।
এ সময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার ভূমি সিমন সরকার, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ বাশির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ার ছাদাত সায়েম, যুবদলের কেন্দ্রীয় নেতা আশরাফুল হক রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় জেলা বিএনপির সভাপতি গোলাম ফারুক খোকন বলেন, বিএনপির কেউ কারো বাড়িতে হামলা করেনি। কোন প্রমান দিতে পারলে হামলাকারী যদি কোন পদধারী হয় তার পদ বাতিল করা হবে। তার বিচার করা হবে। তবে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ কোন স্থানে অনিয়ম করলে তাদের আটকে রেখে আইনের হাতে তুলে দিন।আমাদের জানান। আমরা ব্যবস্থা নেব।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বিভিন্ন স্থানে মতবিনিময় কালে বলেন, রূপগঞ্জকে শান্তিপ্রিয় ও আদর্শ নগর গড়া হবে। এখানে অন্যায়, জুলুম হতে দেয়া হবে না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিরাপদে চাঁদাবাজমুক্তভাবে ব্যবসা করুন।কমিটি গঠন করে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলুন। পরে সংখ্যা লঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমরা সব ধর্মের লোকজন নিরাপদে সবার সহযোগীতা নিয়ে বসবাস করবো।
রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, জনগণের জান মালের নিরাপত্তায় বর্তমানে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতাসহ সেনাবাহীনির টহল রয়েছে। আজ রাত থেকে পুলিশ তাদের কর্মে ফিরলে সব ধরনের নিরাপত্তা বহাল থাকবে। যারা হামলা করেছে,লুট করেছে তাদের তালিকা হচ্ছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।