শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ত্যাগীদের আগে মূল্যায়ন করা হবে : টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৩, ১৪ আগস্ট ২০২৪

ত্যাগীদের আগে মূল্যায়ন করা হবে : টিপু

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বিগত সময়ে রাজপথের ত্যাগী নেতাকর্মীদের ছাড়া কাউকে আমরা মূল্যায়ন করবো না। যারা এতদিন ছিলেন না, এসে আমাদের সাথে পরীক্ষা দিন। আপনাদেরও মূল্যায়ন করা হবে।

বুধবার (১৪ আগষ্ট) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমরা আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে বিজয়ী করে তারপর আমরা ঘরে ফিরে যাবো।

তিনি আরও বলেন, কত বড় বড় কথা বলেছিল শেখ হাসিনা ও তার দোসররা। জনগণের আন্দোলনের মুখে ৪৫ মিনিটে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন। দলীয় নেতাকর্মীদের ফেলে রেখেই তারা পালিয়ে গেছেন। আওয়ামী লীগ এই পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় নিয়েছে।