শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মামলায় নির্দোষ ব্যক্তিদের নাম কোনভাবেই যেন না আসে, বিএনপি নেতাদের পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৯, ৩ সেপ্টেম্বর ২০২৪

মামলায় নির্দোষ ব্যক্তিদের নাম কোনভাবেই যেন না আসে, বিএনপি নেতাদের পুলিশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। এসময় নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ মতবিনিময় অনুস্থিত হয়। এসময় কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা এতে অংশ নেন। সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন থানা বিএনপির শীর্ষ নেতারাও। 

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি নেতাদের এসপি বলেছেন, বিভিন্ন থানায় মামলাগুলোতে যেন কোনভাবেই নিরীহ ব্যক্তিদের নাম না আসে। এতে মামলার ম্যারিট নস্ট হয়। ইতোমধ্যে অনেক মামলা নিয়ে অভিযোগ আছে। এসব অভিযোগ আমরা আমলে নিয়েছি। পুলিশ আর আগের পুলিশে কখনোই ফিরে যাবেনা। কোন নিরপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার, হয়রানি তো দূরের কথা তাদের নাম দ্রুততম সময়ে বাদ দেয়া হবে। গ্রেপ্তার গুম বানিজ্যের সংস্কৃতি থেকে পুলিশ দূরে সরে এসেছে। আর কখনোই এ সংস্কৃতিতে ফিরবেনা পুলিশ।

বৈঠকের এক পর্যায়ে উপজেলা পর্যায়ে নানা অভিযোগগুলোর বিষয়গুলোও বিএনপি নেতাদের নজরে আনেন এসপি।