বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

|

আশ্বিন ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাধা উপেক্ষা করে নেতাকর্মীদের নিয়ে কর্মসূচী পালন করতেন সজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৯, ১০ সেপ্টেম্বর ২০২৪

বাধা উপেক্ষা করে নেতাকর্মীদের নিয়ে কর্মসূচী পালন করতেন সজীব

ফাইল ছবি

নারায়ণগঞ্জে সরকার বিরোধী আন্দোলনে গত ১৬ বছর যাবৎ রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম সজীব। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সজীব।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সময় থেকেই রাজপথে সক্রিয় ছিলেন সজীব। শত বাধা বিপত্তির মধ্য দিয়েও দলীয় কর্মসূচি পালন করতে সবার আগে থাকতেন সজীব।

২০২৩ সালে সরকার বিরোধী আন্দোলনে সজীবের নেতৃত্বে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা রাজপথ দখলে রেখেছেন। নারায়ণগঞ্জের প্রতিটি কর্মসূচিতেই সোনারগাঁ থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে কর্মসূচিতে অংশ নিতেন সজীব।

ঢাকার আন্দোলনেও সজীবের গুরুত্বপূর্ন ভূমিকা ছিল। কেন্দ্রীয় প্রতিটি কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঢাকায় চলে যেতেন সজীব। নারায়ণগঞ্জে হরতাল ও অবরোধের মত কর্মসূচি গুলোতে সোনারগাঁয়ে বিশেষভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকার দায়িত্বে থাকতেন সজীব।

২০২৩ সালের ১৯ আগষ্ট কাঁচপুরের বিএনপির পদযাত্রায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কাঁচপুর এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সজীব।

২০২৩ সালের ২৯ আগষ্ট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পান সজীব। ছাত্রদলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় সজীবের বিশাল কর্মী বাহিনী ছিল জেলাজুড়ে। যুবদলের দায়িত্ব নেয়ার পর থেকে পুনরায় দলকে সংগঠিত করতে মাঠে নামেন সজীব।

২০২৩ সালের ২৮ অক্টোবরের সংঘর্ষের পর হরতাল অবরোধে সক্রিয় ছিলেন সজীব। সেসময় সজীবকে গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করত পুলিশ। গ্রেফতার এড়িয়ে মামলা মাথায় নিয়েই আন্দোলন চালিয়ে যান সজীব।

সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী আন্দোলন সংঘাতে রুপ নিলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার পাশে দাঁড়ান সজীব। ছাত্র জনতাকে নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল করে দিতে সহযোগিতা করেন সজীব। আন্দোলনের উত্তাল সেই দিনগুলোতে কাঁচপুর থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত আন্দোলনে মাঠে থেকে নেতৃত্ব দেন সজীব।