
সাইফুল ইসলাম খান মিলন
২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী তাদের লগি বৈঠা দিয়ে নৃশংস ভাবে হত্যাকান্ডের মাধ্যমে রক্তের হলি খেলে ক্ষমতায় এসেছিল খুনি হাসিনা সরকার বলে মন্তব্য করেন সাইফুল ইসলাম খান মিলন।
২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা দিয়ে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যােগে ২৮ অক্টোবর ২০২৪ বিকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন।
সাইফুল ইসলাম আরো বলেন,ফ্যাসিস্ট সরকার শুধু ২৪ সালেই ছাত্র- জনতার যৌক্তিক আন্দোলনকে ঠেকাতে দেড় হাজার নিরহ ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, ২০০৬ সালের আওয়ামীলীগের লগি বৈঠার নৃশংসতা বলে শেষ করা যাবেনা। বিগত বছরগুলোতে তারা যেই পরিমান অত্যাচার করেছে সাধারন মানুষের উপর তার বিচার একে একে এই জমিনে হবে ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বারের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী কর্ম পরিষদের সদস্য এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদের সদস্য হাফেজ মুহাম্মদ মোমিন, এডভোকেট মাইনউদ্দিন মিয়া, শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা ওমর ফারুক প্রমূখ।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ।
উল্লেখ, ২৮ অক্টোবর ২০০৬ সালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডের শহীদ আবদুল্লাহ আল ফয়সালের ছোট ভাই ডাঃ ওমর আবদুল্লাহ নকিব আলোচনা সভায় স্মৃতিচারন করে বক্তব্য রাখেন।