মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

|

পৌষ ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছাত্রজনতার মিছিলে গুলি ছোঁড়া সেই ডিশ বাবু মুন্সিগঞ্জে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২০, ২৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:২০, ২৮ ডিসেম্বর ২০২৪

ছাত্রজনতার মিছিলে গুলি ছোঁড়া সেই ডিশ বাবু মুন্সিগঞ্জে

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্রসহ মহড়া ও মিছিলে গুলি চালানো সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবু এখনও প্রশাসনের ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন। নারায়ণগঞ্জের অদূরেই মুন্সিগঞ্জে নিজে এর আত্মীয়ের বাড়িতে আছেন বাবু। সেখান থেকেই নারায়ণগঞ্জে পড়ে থাকা তার বিশাল অপরাধ সম্রাজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বাবু।

নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলন দমনে রাজপথে অস্ত্র হাতে বাবুর মহড়া দেয়া ও গুলি চালানের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাবু নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। শামীম ওসমানের হয়ে শহরের ডিশ ও ইন্টানেট ব্যাবসা নিয়ন্ত্রণ করতেন বাবু। সেই থেকেই তিনি ডিশ বাবু হিসেবে পরিচিতি পান।

জুলাইয়েই শেষের দিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন পরিদর্শনে আসলে সেখানে বুক ফুলিয়ে আন্দোলন দমনে নিজের বীরত্বগাথা তুলে ধরতে দেখা যায় বাবুকে। গণমাধ্যমে প্রকাশিত এসকল ভিডিওতে সেসময়কার স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে উদ্দ্যেশ্য করে বাবুকে বলতে শোনা যায়, আমার নেতা (শামীম ওসমান) মাঠে নেমেছিল বলে এগুলো রক্ষা পেয়েছে। আমরা শক্তভাবে না নামলে সব ধ্বংস হয়ে যেত।

ডিশ বাবু গৌরবের সাথে যে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তা হল ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরে ওসমান বাহিনীর চালানো তান্ডবলীলা। এদিন শামীম ওসমান অস্ত্রসজ্জিত বাহিনী নিয়ে ছাত্র জনতার ওপর হামলা চালায়। শহরজুড়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে তারা। সেদিন শামীম ওসমানের বাহিনীতেও অস্ত্র হাতে বাবুকে গুলি করতে দেখা গেছে।  

নারায়ণগঞ্জে আন্দোলন চলাকালীন সময়ে গুলিতে নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত বেশ কয়েকটি মামলার এজাহার ভুক্ত আসামি বাবু। তবে এখনও এসকল মামলায় বাবুর বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারেনি প্রশাসন।

এদিকে অবিলম্বে বাবু ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে ও তার বিচার চেয়ে শহরে পোস্টার লাগানো হয়েছে। এসকল পোস্টারে বাবুর একাধিক ছবি দেখা গেছে। ছবিতে অস্ত্র হাতে নিয়ে মহড়া ও ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে বাবুকে।

দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা, অর্থ আত্মসাৎ, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ ছিল। নারায়ণগঞ্জ শহরে ডিশ ব্যাবসা দখলে নিতে এর আগেও একাধিকবার অস্ত্র নিয়ে মহড়া চালানো ও গুলিবর্ষণের অভিযোগ রয়েছে বাবুর বিরুদ্ধে। তবে এতদিন বাবুর দাপটে মুখ খুলতে সাহস পায়নি এলাকাবাসী।