বুধবার, ১৯ মার্চ ২০২৫

|

চৈত্র ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পদে না থাকলেও ছাত্রদলকে সংগঠিত করে মাঠে আছেন নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

পদে না থাকলেও ছাত্রদলকে সংগঠিত করে মাঠে আছেন নাহিদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত হয়ে গেলেও দলকে আগলে রেখেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া। বিএনপির প্রতিটি কর্মসূচিতে এখনও নাহিদের নেতৃত্বে জেলা ছাত্রদলের হাজারও নেতাকর্মী রাজপথে সরব দেখা যায়। নেতাকর্মীরা, আবারো তাকে সভাপতি হিসেবে দেখতে চান।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সমস্ত ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র। এঘটনার পরে জেলা ছাত্রদলের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত প্রায় সকল নেতারাই নিস্ক্রিয় হয়ে পড়েন। তবে ব্যাতিক্রম নাহিদ।

কমিটি বিলুপ্তির পরেও বিএনপির প্রতিটি কর্মসূচিতে সরব দেখা গেছে নাহিদকে। এছাড়াও রাজপথে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে নিয়মিত মিছিল মিটিং করে যাচ্ছেন নাহিদ।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলাজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের সংগঠিত করতে ব্যাক্তিগত পর্যায়ে নানা কর্মসূচি হাতে নিয়েছেন নাহিদ। জেলার বিভিন্ন স্থানে দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নিয়ে নিয়মিত সভা করছেন তিনি।

পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ৩১ দফা প্রচারেও রাজপথে সরব দেখা গেছে নাহিদকে। মাঠ পর্যায়ে ৩১ দফা নিয়ে ডোর টু ডোর প্রচারণা চালাচ্ছে ছাত্রদল।

এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়েও নারায়ণগঞ্জ জেলায় আন্দোলনকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাহিদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কেন্দ্রীক আন্দোলনে নাহিদের নেতৃত্বে সেসময় রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্রদল।