রোববার, ২০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আজ জাতিসংঘ কোথায়, মানবতা কোথায় : আব্দুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৩, ২০ মার্চ ২০২৫

আজ জাতিসংঘ কোথায়, মানবতা কোথায় : আব্দুল জব্বার

মহানগর জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেছেন, আজ জাতিসংঘ কোথায়। আজ কোথায় আমেরিকা, যারা মানবতার কথা বলে। আজ ইজরায়েলের শত শত বোমারুরা ফিলিস্তিনের মানুষকে নির্মমভাবে হত্যা করছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ফিলিস্তিনে ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে মহানগর জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।  

তিনি বলেন, আমরা আজ বিক্ষুব্ধ, শোকাহত। ইজারায়েল যুদ্ধ বিরাতির চুক্তি ভঙ্গ করে শতশত ফিলিস্তিনি নারী, শিশু ও মানুষকে হত্যা করছে। আমরা ইজরায়েলের এই বর্বর হত্যার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, যারা ইজরায়েলকে ইন্ধন দেয় তাদের সাথে বাংলাদেশের সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। ইজরায়েলের বর্বর বাহিনী নিরীহ মানুষের ওপর যে হত্যাকান্ড চালাচ্ছে তা এখুনি বন্ধ করতে হবে। যে গাজায় বোমা হামলা চলছে সেখানে হাসপাতাল নেই, চিকিৎসা নেই। প্রয়োজনে বাংলাদেশ থেকে সেখানে চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়ে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চাই। যারা ফিলিস্তিনের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে ইহুদিবাদের সাথে সম্পর্ক ছিন্ন করো। নয়ত তোমাদের সাথে বাংলাদেশ সম্পর্ক ছিন্ন করবে।

তিনি বলেন, ভারতকে বলতে চাই আমার দেশে দাঙ্গা বাধানোর চেষ্টা করবেন না৷ ভারতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন।