
বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আজ সামান্য বৃষ্টি হলেই ডিএনডির মানুষের দুঃখ দুর্দশায় পড়তে হয়। ডিএনডির কোটি কোটি টাকা কোথায় গেল গডফাদার। তোমাকে আজ মানুষ ঘৃণা করে। তুমি ২০০১ সালেও পালিয়েছো ২০২৪ সালেও পালিয়েছো। তুমি কাপুরুষ। আমরা জেলে গিয়েছি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাইনি। তোমার মত কাপুরুষ আমরা নই।
সোমবার (১৪ এপ্রিল) ফতুল্লা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনার আমলে জীবন নিয়ে টানাটানি ছিল। পলাতক থেকেছি, স্ত্রীর জানাজায়ও অংশ নিতে পারিনি। ঈদ শুভেচ্ছা বিনিময়ে কীভাবে আসবো। গত পাঁচ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তাই আজ আবারও আপনাদের মাঝে আমি এসেছি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক মায়ের বুক খালি হয়েছে। আমরা ততদিন আন্দোলনে ছিলাম যতদিন না স্বৈরাচারের পতন ঘটেছে। পাঁচ আগষ্টের পর আট তারিখ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন এ দেশকে পুনরায় মেরামত করতে হবে। জনগণের দুঃখ দুর্দশা জানতে হবে। আমাদের তিনি নির্দেশ দিয়েছেন বেশি বেশি জনগণের কাছে যান।
নারায়ণগঞ্জে প্রেসক্লাব একটা সম্মানিত জায়গা। তারা আমাদের ভুলত্রুটি তুলে ধরে। তারা আমাদের পরম বন্ধু। অনেক ভাল সাংবাদিক আমাদের নারায়ণগঞ্জে আছে।
তিনি বলেন, ক্রীড়াঙ্গনে খেলোয়াড় তৈরি হবে। সেই ক্রীডাঙ্গনকেও তারা দখল করে নিয়েছিল। তারা তাদের পছন্দের লোকদের এসকল জায়গায় বসিয়ে রেখেছে। শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনেও লুটপাট করে তারা ধ্বংস করে দিয়ে গেছে।