
গ্রামীন বিভিন্ন খেলার আয়োজন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা পরিবার, সমাজ থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমরা হামলা মামলায় জর্জরিত ছিলাম। ২০২৪ সালের ৫ মে হাসিনার পলায়নের পর দেশে গণতন্ত্র পুনরুদ্ধার চলছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে এ অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করছি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে ঘুড়ি উড়ানো, হাড়িভাঙা, লাটিম খেলা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর এই নববর্ষে আনন্দ উদযাপন করার জন্য আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা গতকাল বৈশাখী শোভাযাত্রা করেছি। পাশাপাশি নারায়ণগঞ্জের প্রতিটি থানা, ইউনিয়ন ও উপজেলায় আমাদের গ্রামীন খেলাধুলাগুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার জন্য আমরা এই খেলাধুলার আয়োজন করেছি।