শুক্রবার, ১৬ মে ২০২৫

|

চৈত্র ৩১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কারাগারে রিয়াদ চৌধুরী 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০১, ১৫ মে ২০২৫

কারাগারে রিয়াদ চৌধুরী 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এই নির্দেশ দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান।

এর আগে সকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর কিছুক্ষণ পরেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদকে আটক করে পুলিশ।

এর আগে ফতুল্লার ডাইং ব্যাবসায়ী আজাদকে কারখানা পোড়ানোর হুমকি দেয়ার অভিযোগ ওঠে রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে। যদিও আজাদ নিজেই বিষয়টি এডিটেড বলে দাবি করেছেন।

এদিকে সন্ধ্যায় রিয়াদ চৌধুরীকে আদালতে আনা হলে আদালত প্রাঙ্গণে হাজির হন ফতুল্লার সেই ডাইং ব্যাবসায়ী আজাদ। এসময় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে জানান তিনি। পাশাপাশি  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সেই অডিওটিকে এডিটেড বলে দাবী করেন তিনি।

এসময় ব্যাবসায়ী আজাদ বলেন, আমরা কোন অভিযোগ নেই। এটা জানাতেই আমি এসেছি। এটি আমাদের পারিবারিক বিষয়। রিয়াদ চৌধুরী আমার ভাগিনা। এক সাংবাদিক, তাকে আমি চিনি না সে আমাকে কয়েকদিন আগে ফোন দিয়ে বলল আপনার সাথে রিয়াদ চৌধুরীর কথোপকথনের রেকর্ড আমার কাছে আছে। আমি এটা ছড়িয়ে দিবো। আমি তখন বলেছি এটা আমাদের পারিবারিক ব্যাপার। তুমি এটা নিয়ে এগিয়ে যেও না। কোন কথা থাকলে আমাকে জানাতে পারো ব্যাক্তিগত ভাবে।

তিনি আরো বলেন, আজকে আমি এটা জানাতেই এখানে এসেছি যে রিয়াদের সাথে আমি কোন দ্বন্দ্ব বা কোন অভিযোগ নেই। কল রেকর্ডিংটি পুরোপুরি সঠিক না। এটা এডিটেড, এআই দিয়ে বা কোন প্রযুক্তির মাধ্যমে এটা করা হয়েছে।