
ফাইল ছবি
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেছেন, একটা পণ্য নিতে চাইলে একটা করেই নিবেন। আমরা দিতে বাধ্য। কোনো অভিযোগ থাকলে আমাদের জানাবেন, আমরা কোম্পানির সাথে কথা বলব। তবে কিছু পণ্যের পরিমাণ কম থাকতে পারে।
বৃহস্পতিবার (১৫ মে) প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবির ডিলারদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় তিনি আরও বলেন, ট্রাক সেল ন্যায্য মূল্য বলে দাবি করছি। বাজারে সরবরাহ বাড়ানো আমাদের লক্ষ্য। সাধারণ ভোক্তাদের ভর্তুকি মূল্যে বিক্রি নয়, এটা একটি সেবামূলক কার্যক্রম।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ডিলারদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা টিসিবির লাইসেন্স নিয়েছেন, জনগণকে সেবা প্রদান করবেন। কম বা বেশি পণ্য সরবরাহের অভিযোগ যেন না আসে। তা নিশ্চিত করতে হবে।