রোববার, ২৫ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আপনারা চান আমি যেন সোনারগাঁ থেকে নির্বাচন করি, আমি কৃতজ্ঞ : গিয়াসউদ্দিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৭, ২৪ মে ২০২৫

আপনারা চান আমি যেন সোনারগাঁ থেকে নির্বাচন করি, আমি কৃতজ্ঞ : গিয়াসউদ্দিন 

সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এখনও আমাদের আন্দোলন করতে হচ্ছে। ফ্যাসিস্ট হাসিনা এ দেশ শাসন করেছে জবরদখল করে। পাঁচ আগষ্ট ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, মানুষ এখন গণতন্ত্র চায়।

শনিবার (২৪ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির কর্মীসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ আমার নিজের জেলা। আমরা একই জেলার অধিবাসী। থানা হিসেবে সাংগঠনিক বিভক্তি রয়েছে। কিন্তু আমরা একটি জেলা একই পরিবারের লোক। আমরা উন্নয়নের জন্য একত্রে কাজ করবো।

আপনারা আমার প্রতি যে ভালবাসা ও আস্থার কথা বলেছেন, আমি আরও বেশি কৃতজ্ঞ হয়ে পড়েছি। আপনারা চান আমি যেন সোনারগাঁ থেকে নির্বাচন করি। এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

আমি ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করি। সেবার নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই আমরা নির্বাচিত হয়েছিলাম। এবারও যেন নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপি বিজয়ী হয় সেজন্য আমাদের কাজ করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি কারণ ফ্যাসিস্ট হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার বিচার করুক। এটাই আমাদের প্রথম চাওয়া। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছে কারণ তিনি উপলব্ধি করতে পেরেছেন এ রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে।

আমরা সংস্কার চাই পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যাবস্থাও চাই। মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচন করবে সেই দেশ পরিচালনা করবে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তিনি বারবার বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচনের রোডম্যাপ দেয়া হচ্ছে না তাই আমাদের আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে।

নারায়ণগঞ্জে যত মানুষ শাহাদাৎ বরণ করেছে, পঙ্গু হয়েছে তা অন্য জেলার থেকে অনেক বেশি। এমনি এমনি বিজয় আসেনি। আমার দায়িত্ব জনগণের আস্থা ও বিশ্বাস এবং ভালবাসা আমাদের অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, পাঁচ তারিখের পর আমাদের মাঝে কিছু লোভী ব্যাক্তি অনৈতিক কাজে জড়িত হয়েছে। এর ফলে আমাদের সুনাম সুখ্যাতি নষ্ট হয়েছে। তারেক রহমান বারবার সতর্ক বার্তা দিচ্ছেন, এমন কোন কাজ করবেন না যেন মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয়। জনগণের আস্থা অর্জনে আমি কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে রাজি আছি।