রোববার, ২৫ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ড. ইউনূসের প্রতি দেশের মানুষের আস্থা আছে : মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৩, ২৪ মে ২০২৫

ড. ইউনূসের প্রতি দেশের মানুষের আস্থা আছে : মাসুম বিল্লাহ

মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ড. ইউনূসের প্রতি দেশের মানুষের আস্থা আছে,তিনি প্রত্যাশাও তৈরি করেছেন। এখন তিনি চাইলেই একটা রাষ্ট্রকে অনিশ্চয়তার মধ্যে রেখে চলে যেতে পারেন না। এটা ক্ষোভ-অভিমানের জায়গা না। তবে কেউ তাঁকে পদত্যাগে বাধ্য করলে বা চাপ প্রয়োেগ করলে সেটা জনগণ দেখবে, রাজনৈতিক দলগুলো দেখবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানার উ্দ্যোগে থানা ও ওয়ার্ড দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় আরো আলোচনা রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক।

সুলতান মাহমুদ বলেন, রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় আছে কিন্তু অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে দাবী-দাওয়া আদায়ের রাজনীতি ও পরস্পর বিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানাচ্ছি।

আরো পড়ুন