সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি সবসময় হিন্দুদের পাশে আছে : সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৯, ৩১ আগস্ট ২০২৫

বিএনপি সবসময় হিন্দুদের পাশে আছে : সাখাওয়াত 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন,  হিন্দু ধর্ম যারা পালন করে তারা অত্যন্ত শান্তিপ্রিয় লোক। আমরা সবাই মিলে এই দেশে বসবাস করতে চাই। তারা চায় তাদের মান-সম্মান নিয়ে চলতে। তারা যেন তাদের ব্যবসা-বাণিজ্য বাড়িঘর সুন্দর মত পরিচালিত করতে পারে, সুন্দর ভাবে থাকতে পারে।

তিনি বলেন, আমি একটি প্রধান রাজনৈতিক দলের নেতা হিসেবে হিন্দু ভাইদের আশ্বস্ত করতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে পরিচালিত করেন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারকে মানুষ ২০২৪ সালের ৫ আগষ্ট বিদায় করেছে। তার পরের দিনই তারেক রহমান আলোচনা করে আমাদেরকে নির্দেশনা দিয়েছে। নির্দেশনার মধ্যে প্রধান নির্দেশনা হল বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীসহ বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের দায়িত্ব বিএনপিকে নিতে হবে।

তিনি বলেন, আপনাদের রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। একটা বিষয় আমরা বিশ্বাস করি ধর্ম মানুষের কল্যাণের জন্য। কোন ধর্মেই ধর্মের প্রতি নির্যাতন জুলুম অত্যাচারের কথা বলে নাই।

তিনি আরও বলেন, আমি বলতে চাই এই কথাটা কোনদিন আর মুখে নিবেন না যে আপনারা সংখ্যালঘু। আমরা বাংলাদেশের নাগরিক। দেশের সংবিধানে সকলের সমান অধিকার। একজন হিন্দু ধর্মাবলম্বী যে এদেশে জন্ম নিয়েছে তার একই অধিকার বাংলাদেশের প্রশাসন তাকে নিরাপত্তা দিতে বাধ্য। 

বাংলাদেশের আইন অনুযায়ী আমরা আপনাদের পাশে আছি এই সামনে যে দুর্গাপূজা বিএনপিকে আপনাদের পাশে পাবেন।

তিনি আরও বলেন, দেশে যেকোন দিক থেকে যেকোন ষড়যন্ত্র হতে পারে। আমরা সম্মিলিত ভাবে এসকল ষড়যন্ত্র প্রতিহত করবো।