
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন দাবী করে তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর নামের একটি আইডি।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নজরুল ইসলাম বাবুর নামে খোলা একটি পেইজ থেকে এই পোস্ট করা হয়। তবে জামিনে মুক্তির ব্যাপারে কোন সত্যতা পাওয়া যায়নি।
এসময় আইভীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টে লেখা হয়, "আলহামদুলিল্লাহ জামিনে মুক্ত নারায়ণগঞ্জের অগ্নিকন্যা সেলিনা হায়াৎ আইভী আপা।"
পাঁচ আগষ্ট আওয়ামী লীগের পতনের পর থেকেই পলাতক অবস্থায় আছেন সাবেক এমপি বাবু। বর্তমানে বিদেশে পলাতক অবস্থায় আছেন তিনি। পাঁচ আগষ্টের পর জনসম্মুখে দেখা যায়নি বাবুকে। এমন অবস্থায় বাবুর পোস্ট নিয়ে নানান আলোচনা চলছে।
এদিকে আইভীর জামিনের বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান। বর্তমানে আইভি ঢাকার কাশিমপুর কারাগারে রয়েছেন।