শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রিয়া গোপের নামে হেল্পডেস্ক উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫

রিয়া গোপের নামে হেল্পডেস্ক উদ্বোধন

মন্দির ও পূজামণ্ডপ ঘুরে দেখছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের কয়েকটি ঐতিহ্যবাহী মন্দির ও পূজামণ্ডপ ঘুরে দেখেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তারা রামকৃষ্ণ মিশন, শতবর্ষী আমলাপাড়া দুর্গাপূজা মণ্ডপ, শ্রী শ্রী বলদেব আখড়া ও শিব মন্দির এবং নিতাইগঞ্জ দুর্গাপূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া রিয়া গোপের নামে নিতাইগঞ্জে নগর ভবনের সামনে একটি হেল্পডেস্ক উদ্বোধন করা হয়। পাশাপাশি নারায়ণগঞ্জের সাতটি থানায় এনসিপির নেতাকর্মীদের নিয়ে মনিটরিং ও সহায়তা টিম গঠন করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়।

দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা এনসিপি নেতা জাবেদ আলম, তানজীমুল ইসলাম, আব্দুর রহমান গাফফারী, ফয়সাল আহমেদ, তরিকুল ইসলাম, রাকিব, শাহাবুদ্দিন, সোহেল খান, ফারদিন ইসলাম, রাইসুল ইসলাম, সাগর মল্লিক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাজমুল ইসলাম, সজিব হোসেন, ওমর সানীসহ অনেকে।

বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের পূর্ণ মর্যাদা নিশ্চিত করতে আমরা কাজ করছি। পূজা উপলক্ষে হেল্পডেস্ক স্থাপন ও মনিটরিং টিম গঠন সেই প্রতিশ্রুতিরই অংশ।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের পাশে থেকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। পূজায় আগত সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।