
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি হলেন- জামালপুরের ইসলামপুর থানার মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে আমীর হোসেন। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন নামের এক ব্যাক্তিকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। আসামি বর্তমানে পলাতক অবস্থায় আছেন।
এর আগে ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জেরে বিলকিছ বেগমকে তার বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করেন তার স্বামী আমীর হোসেন। এই ঘটনায় নিহতের বাবা আবু তালেব বাদী হয়ে রূগপঞ্জ থানায় মামলা দায়ের করেন।