
ফাইল ছবি
বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন। এটাই আমাদের কাম্য৷ আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো।
সোমবার (২৯ সেপ্টেম্বর) শহরের আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শনে এসে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার। আমরা সবাই বাংলাদেশী। আমরা সেই কথায় বিশ্বাসী। আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো দেশ গড়বো।
তিনি আরও বলেন, আমাদের মহানগর বিএনপির নেতারা গত দশদিন যাবৎ পরিশ্রম করে যাচ্ছেন। আমি টিপু ও সাখাওয়াত ভাইকে ধন্যবাদ জানাই। তারা তারেক রহমানের নির্দেশনা সুন্দর ভাবে পালন করেছেন।