শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডেঙ্গুতে জনজীবন বিপর্যস্ত, সরকারের উদাসীনতায় প্রতিবাদ যুব ফেডারেশনের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ডেঙ্গুতে জনজীবন বিপর্যস্ত, সরকারের উদাসীনতায় প্রতিবাদ যুব ফেডারেশনের

ফাইল ছবি

বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা উদ্বেগের সাথে জানাচ্ছে যে, সংগঠনের যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লার ছেলে সন্তান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর আগে জেলা গণসংহতি আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী মোঃ বিপ্লব খানও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

ডেঙ্গু পরিস্থিতি শুধু ব্যক্তিগত নয়, বরং জনজীবনকে গভীর সংকটে ফেলছে। সারাদেশে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪৬ হাজার ৫১ জন রোগী শনাক্ত হয়েছেন এবং ১৯৫ জন মৃত্যুবরণ করেছেন। শুধু নারায়ণগঞ্জ জেলাতেই চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৩৯২ জন রোগী শনাক্ত হয়েছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ মাস হিসেবে চিহ্নিত হয়েছে।
এটি প্রমাণ করে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অথচ সিটি কর্পোরেশন, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগ অনুপস্থিত।

বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় বলেন “ডেঙ্গু আজ মহামারির রূপ নিয়েছে। প্রতিদিন নতুন নতুন প্রাণহানি ঘটছে, অথচ সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। জনগণের জীবনকে অবহেলা করা যাবে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি—অবিলম্বে জরুরি ভিত্তিতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করতে হবে, নইলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।”

জেলার সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি বলেন "ডেঙ্গু এখন ভয়াবহ রূপ নিয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর উদ্যোগ ছাড়া মানুষকে এই মৃত্যুর মিছিল থেকে রক্ষা করা সম্ভব নয়।"

মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল বলেন "শুধু দায় এড়ানোর রাজনীতি নয়, জনগণের প্রাণ বাঁচাতে এখনই সিটি কর্পোরেশন ও সরকারকে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে।"

তবুও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনা, মশা নিধনে লোকদেখানো প্রচেষ্টা এবং স্বাস্থ্যখাতে প্রস্তুতির ঘাটতির কারণে ডেঙ্গু প্রতিদিন নতুন প্রাণ কাড়ছে। জনগণ চরম ভোগান্তিতে পড়লেও সরকারের ভূমিকা এখনও দায়সারা ও অবহেলাপূর্ণ।

বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি ডেঙ্গু প্রতিরোধে অবিলম্বে সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে নিয়মিত ফগিং, লার্ভিসাইড স্প্রে ও নর্দমা-ড্রেন পরিষ্কারের কার্যকর উদ্যোগ। সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড, ওষুধ ও চিকিৎসকের ব্যবস্থা নিশ্চিত করা। ডেঙ্গু নিয়ন্ত্রণে অবহেলা ও ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা।

ডেঙ্গুতে একের পর এক মৃত্যু শুধুমাত্র একটি স্বাস্থ্য সংকট নয়; এটি সরকারের অব্যবস্থাপনারও নির্মম ফল। জনগণের জীবন রক্ষার দায়িত্ব সরকার এড়াতে পারে না।