সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাসিনা নিন্দিত আর খালেদা জিয়া নন্দিত নাম: গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৮, ১১ অক্টোবর ২০২৫

হাসিনা নিন্দিত আর খালেদা জিয়া নন্দিত নাম: গিয়াসউদ্দিন

মুহাম্মদ গিয়াসউদ্দিন

হাসিনা আজ দেশের মানুষের কাছে নিন্দিত এক নাম আর আপোষহীন নেত্রী খালেদা জিয়া নন্দিত নাম। দেশের মানুষ খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করে। দেশের মানুষ আজ বিএনপির নেতৃত্বের উপর আস্থাশীল বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শনিবার (১১ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন আরও বলেন, বিগত বছর ৫ আগষ্টের পূর্বে ১৬ বছর এদেশের মানুষ স্বৈরশাসন দেখেছে। স্বৈরশাসনের কবলে পড়ে এদেশের মানুষ অনেক অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করেছে।

হত্যা, গুম, মিথ্যা মামলার কারণে রাজপথে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, তাদের জীবন দুঃসহ হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, বিএনপি এ দেশের বৃহত্তর দল। আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থেকে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য আমাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন। আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। তার দিক নির্দেশনা ও অনুপ্রেরণায় আমরা রাজপথে ছিলাম।

তিনি বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কখনও ভীত ছিলাম না। জেলে গিয়েছি, জেল জুলুম সহ্য করেছি। ৫ আগস্টে এদেশের মানুষ এক স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছে।

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এই নির্বাচন অনেক গুরুত্ব বহন করে। কোন ব্যক্তি বা গোষ্ঠী এই নির্বাচনকে বাধাগ্রস্ত করলে তাদের বিরুদ্ধে আন্দোলন হবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপিকে দেশের সাধারণ মানুষের মনিকোঠায় স্থান করে দিয়ে গেছে। বেগম খালেদা জিয়া এই বিএনপিকে সমৃদ্ধশালী করেছেন। হাসিনা আজ দেশের মানুষের কাছে নিন্দিত এক নাম আর আপোষহীন নেত্রী খালেদা জিয়া নন্দিত নাম। দেশের মানুষ আজ বিএনপির নেতৃত্বের উপর আস্থাশীল।

আমাদের প্রয়োজন বিএনপিকে ঐক্যবদ্ধ ভাবে ও সুন্দর ভাবে গড়ে তোলা। ভালো মানুষ দিয়ে সংগঠন করতে হবে। অন্যায় অত্যাচার নিপীড়ন যারা করেছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, মহানগর যুবদলের সাবেক আহবায়ক মনতাজ উদ্দিন মন্টুসহ সিদ্ধিরগঞ্জ বিএনপির থানা ও অঙ্গসংগঠনের পর্যায়ের নেতাকর্মীরা।