
কারেন্ট জাল জব্দ
আড়াইহাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলায় অবস্থিত নদীতে এ অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জেসমীন আক্তার। অভিযানে আরও উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম ও খাগকান্দা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জয়নাল আবদীন সরকার।
সিনিয়র মৎস্য অফিসার জেসমীন আক্তার বলেন, “ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান শেষে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।