
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ক্রোনি এপারেলস লিমিটেডের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুরের হাটখোলা এলাকায় অবস্থিত মেসার্স ক্রোনি এপারেলস লিমিটেড-এর বিরুদ্ধে পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির জানান, প্রতিষ্ঠানটি অবৈধভাবে ২ ইঞ্চি ব্যাসের সার্ভিস লাইন স্থাপন করে বাইপাসের মাধ্যমে গ্যাস ব্যবহার করছিল। এ সময় অবৈধ বাইপাস লাইন উচ্ছেদ করে উৎস লাইন হতে কিলিং করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অপরাধে অভিযানে উপস্থিত ম্যাজিস্ট্রেট কর্তৃক মেসার্স ক্রোনি এপারেলস লি.-কে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি এর আগেও তিনবার অবৈধভাবে সার্ভিস লাইন স্থাপন করে গ্যাস ব্যবহার করায় প্রতিবারই সেই সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারের কারণে এরই মধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিল জরিমানা ধার্য ও মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে চলমান রয়েছে।