
গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাদেকুর রহমান সাদেক।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে ফতুল্লা রেলস্টেশন এলাকা থেকে শুরু হয়ে ব্যাংক কলোনি ও পিলকুনি পর্যন্ত গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন তিনি। এ সময় স্থানীয় জনগণের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং প্রতিটি দফার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি জনগণকে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সাদেকুর রহমান সাদেক।
গণসংযোগকালে তিনি বলেন, দেশ আজ এক কঠিন সময় পার করছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে আমাদের সবার ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি সুস্পষ্ট রূপরেখা—যার মাধ্যমে দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনা সম্ভব। আমি জনগণের পাশে আছি, থাকবো, ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা এই দফাগুলোর বাস্তবায়ন করবো।”
তিনি আরও বলেন,বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে আছেন, ঘরে ঘরে গিয়ে জনমত গড়ে তুলছেন। এটাই আমাদের শক্তি। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।
গণসংযোগ কর্মসূচিতে সাদেকুর রহমান সাদেকের সঙ্গে ছিলেন ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা তাতী দলের সভাপতি ইউনুস মাস্টার ও সাধারণ সম্পাদক মীর ইমন।
এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য রূপম, ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম, ফতুল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুন ও সাধারণ সম্পাদক মামুন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল, যুবদল নেতা পিয়াল, আরিফ, জীবন, শাহাদাৎ, তৌহিদ, পলাশ, হৃদয়, সুমন, সোহাগসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
গণসংযোগ চলাকালে এলাকাজুড়ে নেতাকর্মীদের স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রাণচাঞ্চল্য দেখা যায়। অনেক সাধারণ মানুষও সাদেকুর রহমান সাদেকের সঙ্গে কথা বলেন এবং পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে প্রশাসনিক কাঠামো পুনর্গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি দমন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, বেকারত্ব নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নসহ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার নানা অঙ্গীকার করা হয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করেই দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা গণসংযোগ ও জনমত গঠনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
নারায়ণগঞ্জ-৪ আসনে সাদেকুর রহমান সাদেক দীর্ঘদিন ধরে যুবদল ও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে তিনি এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে তার গণসংযোগ কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।