
ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) মনোনয়ন প্রত্যাশীদের সাথে বিএনপির হাইকমান্ড ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রানবন্ত ও হাস্যোজ্জ্বল পরিবেশে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবুল কালামের পক্ষে তার ছেলে আবুল কাউসার আশা ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ উপস্থিত ছিলেন।
এসময় আসন্ন নির্বাচনে দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে সকলকে কাজ করতে নির্দেশনা দেয়া হয়। দলের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেয়া হয় দলের পক্ষ থেকে।
এসময় মতভেদ থাকলেও আসন্ন নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রতিশ্রুতি দেন নেতারা।
জানা গেছে, ইতিমধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে বিএনপির পক্ষ থেকে জরিপ করা হয়েছে। এসকল জরিপের ফলাফলের ভিত্তিতে কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।