
ফাইল ছবি
নারায়নগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধায়নে ফতুল্লার রামারবাগস্থ "রিয়া গোপ" স্টেডিয়াম গেইট থেকে তক্কার মাঠ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী ওই রাস্তা সংস্কারের কাজে তারা নিজ উদ্যোগে হাত দিয়েছেন।
ফতুল্লা থানা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আঃ খালেক টিপু,ফতুল্লা থানা শ্রমিকদলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান,ফতুল্লা থানা সেচ্ছাসেবক দল নেতা হারুন আর রশিদ, ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খান, বিএনপি নেতা সালাউদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাস্তায় বালু ফেলে ও ইটের টুকরো দিয়ে রাস্তার সংস্কার কাজ করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরা থাকায় পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি দেখে বিএনপি নেতারা স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করাই আমাদের দায়িত্ব। দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
স্থানীয়রা বিএনপি নেতাদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।