
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওলামা মাশায়েখদের সঙ্গে বিএনপি নেতা মতবিনিময় সভা করেছেন। গতকাল সোমবার সকালে জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় এ সভা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১দফার আলোকে সোনারগাঁয়ের আলেম সমাজের উদ্যোগে এ সভা করেন।
মাওলানা মুফতি মেরাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মাওলানা আবেদ হোসাইন, হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সোহাইল, মাওলানা সাইদুর রহমান সাইফি,মাওলানা নুরুল হুদা, মাওলানা মো. আল আমিন, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা খোরশেদ আলম, মাওলানা আব্দুল মোমেন, মুফতি এহতেশামুল হক, মাওলানা আব্দুর রহমান, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ইয়াছিন, মাওলানা আব্দুল মান্নান সিরাজী, মাওলানা আল আমিন, মাওলানা আব্দুল্লাহ আল ফারহান,মাওলানা ইকবাল হোসেন। এসময় সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আলেমগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেই আলেম ওলামাদের সম্মান করে থাকেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে আলেমদের অসম্মান করেছেন। ওয়াজ মাহফিলে তাদের পক্ষে কথা না বলার কারণে তাদের স্টেজ থেকে নামিয়ে দিয়েছেন। মামলা ও হামলা করে তাদের হেনস্তা করেছে।
তিনি আরো বলেন, বর্তমানের আলেম সমাজ উন্মুক্ত ও নির্বিঘ্নে কথা বলতে পারছেন। বিএনপি আগামীতে সরকার গঠন করে ক্ষমতায় যতোদিন থাকবে মত প্রকাশের সুযোগ থাকবে। কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলবেন।