
ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপি। সাক্ষাৎকারে চমক হিসেবে ডাকা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে।
সোমবার (২০ অক্টোবর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাসুকুল ইসলাম রাজীব। বিগত কয়েক মাস যাবৎ ফতুল্লায় সক্রিয় তিনি। তবে নারায়ণগঞ্জ-৫ আসনের সাক্ষাৎকারে রাজীবকে ডাকায় মহানগরের রাজনীতি নতুন মোড় নিয়েছে।
জানা গেছে, বিএনপির পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৫ আসনে ইতিমধ্যে তিনটি পৃথক জরিপ করা হয়েছে। এসকল জরিপে নারায়ণগঞ্জ-৫ আসনের অন্যান্য প্রার্থীদের পাশাপাশি উঠে এসেছে মাসুকুল ইসলাম রাজীবের নাম।
আওয়ামী লীগের আমলে লড়াই সংগ্রামে সবসময় সামনের সারিতে ছিলেন রাজীব। ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি ও সরকারি তোলারাম কলেজের ভিপি। ভদ্র ও মার্জিত ব্যাবহারের ফলে শহরজুড়ে রাজীবের জনপ্রিয়তা রয়েছে। বিএনপির জরিপে এ বিষয়গুলো উঠে আসায় মনোনয়ন বোর্ড রাজীবকে ডেকেছে বলে জানা গেছে।
এদিকে দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক আসন্ন নির্বাচনে তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশনা দেয়া হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরাও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।