পারভিন আক্তার
আড়াইহাজারে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার বলেছেন, চূড়ান্ত মনোনয়ন না পাওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি একতাবদ্ধ দল, আর আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী।
শনিবার দুপুরে উপজেলা সদরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পারভিন আক্তার বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর ধরে নানা হামলা, মামলা ও নির্যাতনের শিকার। আমার স্বামীসহ দলের অসংখ্য নেতা-কর্মী অন্যায়ের মামলায় জেল খেটেছেন, অনেককে নির্যাতন সহ্য করতে হয়েছে। তারপরও আমরা মাঠে ছিলাম, আছি এবং থাকব। দল আমাদের রক্তে মিশে আছে। কোনো অবস্থাতেই আমরা বিএনপির বাইরে যাব না।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি, দলের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। কেন্দ্র থেকে চূড়ান্তভাবে যাঁকে মনোনয়ন দেওয়া হবে, আমরা তাঁকেই মেনে নেব। দলের ভেতর বিভেদ নয়, এখন প্রয়োজন ঐক্য ও সংগঠনের শক্তি আরও সুসংহত করা।’
আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়া চেয়ারম্যানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পারভিন আক্তার বিএনপির মনোনয়নপ্রত্যাশী। দল থেকে আড়াইহাজার আসনে নজরুল ইসলাম আজাদের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে।

