ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাাঁও) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি মো: আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিগত স্বৈরাচার সরকার একটি মিথ্যা মামলা দিয়ে আমাদের আপোষহীন নেত্রীকে ৭ বছর জেলে রেখেছে। তাকে দেশ থেকে চলে যাওয়ার জন্য অনেক নিল-নকশা করেছে কিন্তু তিনি দেশ ছেড়ে যায় নাই। স্বৈরাচারী সরকার কিন্তু দেশ ছেড়ে ঠিকই চলে গেছে। এই দেশে আর কাউকে ভোট নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আপনার ভোট আপনি দিবেন।
শনিবার (৮ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল শান্তিনগর এলাকায় নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রচারণায় জনম্পৃক্ততার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ ও গণ প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর কৃষকদের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলে।
এসময় তিনি আরো বলেন, বিগত ১৬ বছর আপনারা কিন্তু গডফাদারদের কারণে ভোট দিতে পারেন নাই। আমরা জাতীয়তাবাদী দল করি, আমাদের দলের আদর্শ হল গনতন্ত্র, আমাদের দলের আদর্শ হল সকলের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া, সকল মা-বোনেরা যাতে নির্বিগ্নে রাস্তা-ঘাটে চলতে পারে আমাদের দলের আদর্শ হল তা, সকল ভাইয়েরা যাতে কর্মস্থলে গিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে আমাদের গনতন্ত্র হল সেটা। আমরা মানুষকে ধোকা দিয়ে রাজনীতি করি না। আমরা মানুষকে ধোকা দিয়ে ভোট নিব না।

