ফাইল ছবি
নারায়ণগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মতপার্থক্যের সুযোগে যেন ফ্যাসিস্টরা সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
শনিবার (৮ নভেম্বর) এক বার্তায় একথা জানান তিনি।
এসময় টিপু বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ আমরা সবাই সাবধান ও সচেতন থাকি এই জন্য যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে মনোনয়নপত্র নিয়ে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থিত নেতাকর্মীদের মাঝে মত প্রার্থক্য আছে। আর এই সুযোগে নিয়ে ফ্যাসিস্ট, ফ্যাসিস্টদের দালাল ও অন্য কোন ৩য় পক্ষ যে কোন দূর্ঘটনার সৃষ্টি করতে পারে এবং আইন শৃঙ্খলার অবনতি করতে পারে। তাই আমরা নাঃগঞ্জ মহানগর বিএনপি' ও অঙ্গসংগঠন এবং নাঃগঞ্জ জেলা বিএনপ ও অঙ্গসংগঠন সহ বাংলাদেশের ৬৪ টি জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সচেতন ও সজাগ থাকি যেন।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে যেন কোন ধরণের অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার না হয়। আল্লাহ যেন আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীদের হেফাজত করুক।

