ধানের শীষের পক্ষে প্রচারণা
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুকুল ইসলাম রাজীব।
শনিবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে রাজীবের নেতৃত্বে এই প্রচারণা চালায় বিএনপি নেতাকর্মীরা।
এসময় সাধারণ মানুষকে রাষ্ট্র সংস্কারে বিএনপির ভাবনা সম্পর্কে মানুষকে সচেতন করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় ৩১ দফার লিফলেট বিতরণ করেন তারা।
এসময় রাজীব বলেন, একটি গোষ্ঠী সবসময়ই ষড়যন্ত্র করে। এটি নতুন কিছু না। মানুষের উপর বিশ্বাস করে আস্থা রেখে আন্দোলন সংগ্রাম করে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে বিএনপি এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ এটাকে বাধাগ্রস্ত করতে চাইলে মানুষ রাজপথেই তাদের দাঁতভাঙা জবাব দিবে।
তিনি বলেন, আমাদের দল বাংলাদেশের মানুষের ওপর আস্থাশীল। বিএনপি মানুষের আশা আকাঙ্খার ওপর ভিত্তি করেই রাজনীতি করছে। আমাদের নিজস্ব কোন এজেন্ডা নেই। তারেক রহমান ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। এই ৩১ দফা বিএনপির নয় এই ৩১ দফা মানুষের। প্রতিটি কমিউনিটির মানুষের সাথে আলোচনা করেই তারেক রহমান এই ৩১ দফা উপস্থাপন করেছেন। কৃষক, ছাত্র, মহিলাসহ সকলের সাথে কথা বলে এই ৩১ দফা উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। মানুষ যেন স্বাধীন ভাবে ভোট দিতে পারে, নিজের মত প্রকাশ করতে পারে সেটাই বিএনপির চাওয়া। এটা বাংলাদেশের অধিকাংশ মানুষের চাওয়া। ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের আপামর জনসাধারণও সেটার জন্য প্রস্তুত রয়েছে। মানুষ মুখিয়ে আছে ভোট দিতে। ভোট নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

