ফাইল ছবি
বন্দরে ২০০ গ্রাম গাঁজাসহ আওয়ামীলীগ নেতার পুত্র রিহান (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী রিহান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার আওয়ামীলীগ নেতা আলী নুর মিয়ার ছেলে। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক জামাল উদ্দিন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং ২০(১১)২৫। ধৃতকে উল্লেখিত মামলায় শনিবার (১৫ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর উপজেলার শুভকরদীস্থ জাহাঙ্গীরনগর বাহাউদ্দিন মিয়ার টিনের জেনারেটর রুমে অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী রিহান দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

