ফাইল ছবি
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে। মহানগর বিএনপির সদস্য সচিব টিপু কাকার সাথে আমার বিরোধ ছিল এটা সবাই জানে। কিন্তু আমি যখন টিপু কাকাকে জড়িয়ে ধরেছি তিনি কিন্তু সেটা মনে রাখেননি। আমরা চাই ত্যাগীদের মূল্যায়ন করা হোক।
শনিবার (১৫ নভেম্বর) রাতে শহরের নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, কোন কারণে যদি আমার বাবা আবুল কালাম মনোনয়ন নাও পায় এই মঞ্চে থাকা যেই মনোনয়ন পাবে আমরা তার পক্ষেই কাজ করবো। আমরা একসাথে জেল খেটেছি, হাজিরা দিয়েছি। আমাদের কষ্ট বাইরের মানুষজন বুঝবে না। ত্যাগীরা মনোনয়ন পেলে আমি ভাববো যে একজন অভিভাবকের অধীনেই আমি নির্বাচন করছি।

