ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এখানে সকলে জেল জুলুম খেটেছি একসাথে। এখানে সকলে সেই পর্যায়ের লোক। সকল আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি। নারায়ণগঞ্জ-৫ আসনে যাকে প্রার্থী করা হয়েছে এ ধরনের লোকের কথা আমরা চিন্তাও করিনি যে এ ধরণের লোক প্রার্থী হতে পারে! এই প্রার্থী ঘোষণার পর সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের বুকে রক্তক্ষরণ হচ্ছে।
শনিবার (১৫ নভেম্বর) রাতে শহরের নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এই প্রার্থীর সাথে নেতাকর্মীরা পরিচিত নয়, তাকে দলীয় কাজে কোনদিন পাইনি। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব ও স্থায়ী কমিটির কাছে একটি দরখাস্ত দিয়েছি। এ আসনে প্রাথমিক ভাবে যাকে প্রার্থী দেয়া হয়েছে তাকে বদলে মহানগর বিএনপির যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দেয়া হোক।
তিনি বলেন, তিনি কোনদিন বিএনপি করেনি। গত সরকারের আমলে ব্যাবসায়িক সুবিধা নিয়েছে, নির্বাচনী জনসভায় অংশ নিয়েছে। আমরা চাই তাকে পরিবর্তন করে বিএনপির মনোনয়ন এমন কাউকে দেয়া হোক যে অন্তত বিএনপি করেছে, রাজপথে আন্দোলন করেছে জেল খেটেছে। যারা দুঃসময়ে বিএনপি ছেড়ে চলে যাবে না। এধরণের ব্যাক্তিকে মনোনয়ন দেয়া হোক।

