বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্বরাষ্ট্র উপদেষ্টাকে আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৯, ১৭ ডিসেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টাকে আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে আটকে বিক্ষোভ

নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে আটকে বিক্ষোভ করেছে।

শিক্ষার্থীরা ২৪ ঘন্টার মধ্যে হাদিকে গুলি করা মূল আসামিকে গ্রেপ্তার করার আলটিমেটাম দিয়েছে। বুধবার দুপুরে বিকেএমইএ কার্যালয় প্রাঙ্গণে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে আসেন। স্বরাষ্ট্র উপদেষ্টার আগমনের খবর পেয়ে শিক্ষার্থীরা বাইরে অবস্থান নেন।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আটকে শিক্ষার্থীরা ৭ দফা দাবি তুলে ধরেন। তারা হুশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণ না হলে রাজপথে ফের বিক্ষোভ হবে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের জানিয়েছেন, ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। হাদিকে গুলি করা ব্যক্তিকে এখনও আটক করা না গেলেও ব্যবহৃত হাতিয়ার উদ্ধার করা হয়েছে।