ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের জীবনের নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি জিডি করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৭ ডিসেম্বর জাকির খানের মা আছিয়া বেগম বাদী হয়ে জিডিটি দায়ের করেন।
এসময় জাকির খানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল তার ক্ষতি করতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
এসময় পুলিশের কাছে জাকির খানের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান তিনি।

