বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

২৫ ডিসেম্বর ঢাকায় লক্ষাধিক জনসমাগম ঘটানোর টার্গেট দিপু ভূঁইয়ার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:২২, ১৭ ডিসেম্বর ২০২৫

২৫ ডিসেম্বর ঢাকায় লক্ষাধিক জনসমাগম ঘটানোর টার্গেট দিপু ভূঁইয়ার

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, গতকাল আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বসেছি। সেখানে কথা হচ্ছিল কার কত নেতাকর্মী  আসবে। আমি তাদের বলেছি জেলা পর্যায়ে আমরা নেতৃত্ব দিয়ে লোক আনবো কিন্তু রূপগঞ্জ থেকে আমি ৭০ হাজার লোক নিয়ে আসবো, যারা নিজ থেকেই দীর্ঘদিন ধরে তারেক রহমানকে দেখার অপেক্ষায় আছে। ৭০ হাজার লোক মাথা গুনে আপনারা নিয়ে আসবেন। উনারা ভেবেছেন আমি এমনি বলেছি, এটা ইম্পসিবল। আমি বলেছি আমাদের রূপগঞ্জের মানুষ বিএনপির জন্য পাগল, যদি চ্যালেঞ্জ দেন লক্ষাধিক লোক নিয়ে ঢাকায় আসবো।

বুধবার (১৭ ডিসেম্বর) তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক কর্মী সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, ২৫ তারিখে তারেক রহমান বাংলাদেশে আসছে। আমরা এই দিনটির জন্য ১৭ বছর ধরে অপেক্ষা করছি। তিনি কবে আসবেন, আমাদের দেশকে নেতৃত্ব দিবেন। ২৫ তারিখ আমাদের এই চাওয়া পূরণ হবে।

তিনি বলেন, আমি আপনাদের ওপর ভরসা রেখেছি। রূপগঞ্জের মানুষ বিএনপিকে ভালবাসে। আপনাদের নিয়ে আমি এটা দেখিয়ে ছাড়বো। সারা দেশ থেকে সেদিন লোকজন আসবে। আমরা কোথায় দাঁড়াবো এটা সমস্যা। আমাদের নেতৃবৃন্দরা আগে গিয়ে একটি জায়গা ঠিক করে রাখবে। আমরা সেখানে গিয়ে জড়ো হয়ে পরে মিছিল নিয়ে যাব।

তিনি আরও বলেন, অনেকে বলেছেন ব্যানার ফেস্টুন নেয়া যাবে না। আমি তারেক রহমানের রাজনীতি করি। তার জন্য মনোনয়ন চলে গেলে চলে যাক। সেদিন আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে ঢাকঢোল পিটিয়ে আমরা যাব। আমরা তার জন্য রাজনীতি করি, তিনি আসছেন। এর চেয়ে খুশির দিন আমাদের কাছে নেই।