বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ভগ্নিপতির বিরুদ্ধে নারীকে কুপ্রস্তাবের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩০, ১৭ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে ভগ্নিপতির বিরুদ্ধে নারীকে কুপ্রস্তাবের অভিযোগ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরকীয়াসহ কুপ্রস্তাব দেওয়ায় অভিযোগে অগ্নিপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক নারী।

বুধবার সকালে ভগ্নিপতিকে আসামী করে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন ওই নারী।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামের আব্দুল জলিল প্রধানের ছেলে মো. নুর আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রিসহ নানা অসামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। সম্প্রতি তিনি তার আপন শালীকে অবৈধ সম্পর্ক ও পরকীয়ার প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীকে ভয়ভীতি ও ক্ষতি করার হুমকি প্রদান করে। কু প্রস্তাবে রাজি না হওয়ায় বোন জামাই মো. নুর আলম তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে বিভিন্ন মন্তব্য করে ওই নারীর মান সম্মান নষ্ট করার পায়তারা করেন। এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর সোমবার ও ১৭ ডিসেম্বর বুধবার ফেসবুক আইডিতে ওই নারীর নাম ও ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন। এতে উপায়ন্তর না পেয়ে ওই নারী বাদী হয়ে গতকাল বুধবার সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর নারীর অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এ ধরনের অপপ্রচারের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে। তাকে আওয়ামীলীগের নেত্রী ও মাদক ব্যবসায় জড়িত দাবি করে পোস্ট দেন। এ ঘটনায় তিনি পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সোনারগাঁ থানার ওসি মোঃ মহিবুল্লাহ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।